দীর্ঘদিন সংস্কার ও মেরামত না করায় কুমিল্লার শহর-সালদা-কসবা ও সৈয়দাবাদ সড়কটি এখন বেহাল। রাস্তার বিভিন্ন অংশে খানাখন্দ এবং বড় বড় গর্ত সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব ভাঙা অংশে পানি জমে যানবাহন উল্টে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। ২৫ কিলোমিটারের এ সড়কের ১০ কিলোমিটারের অবস্থা বেশি খারাপ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের অন্তর্ভুক্ত হলেও আওয়ামী আমলে সড়কটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া।
