পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানিয়েছেন, ইয়েমেনের একটি বন্দরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইসরাইল। ট্যাংকারটিতে ২৪ জন পাকিস্তানিসহ ২৭ জন ক্রু ছিলেন। খবর দ্য ডনের।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাস ইসা বন্দরে নোঙর করার সময় জাহাজটিতে হামলা চালায় ইসরাইল।
ইসরাইল প্রায়ই ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায়। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরাও ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে ইসরাইলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করছে।
নাকভি জানান, পাকিস্তানি ছাড়াও, এলপিজি ট্যাঙ্কারে দুইজন শ্রীলঙ্কান এবং একজন নেপালি ছিলেন ক্রু ছিলেন। জাহাজের ক্যাপ্টেনও পাকিস্তানি।
নাকভি আরো বলেন, হামলার পর একটি এলপিজি ট্যাঙ্ক বিস্ফোরিত হয়, তবে ক্রুরা আগুন নেভাতে সক্ষম হযন।
তিনি জানান, ট্যাঙ্কার এবং এর ক্রুদের ছেড়ে দিয়েছে হুথিরা। তারা এখন ইয়েমেনি জলসীমার বাইরে রয়েছেন।
