খাজানগর উত্তরপাড়া কাঠমিস্ত্রি মোতালেব এর ছোট মেয়ে বৃষ্টি,
সে এক চীনের যুবকের সাথে সামাজিক ডিজিটাল যোগাযোগ মাধ্যমে প্রেম!
অতঃপর সেই ছেলেটি সূদুর চীন হতে এই মেয়েটির জন্য বাংলাদেশে তথা কুষ্টিয়া জেলার খাজানগরে ঠিকানা মাফিক চলে এসেছে,
এবং ছেলেটিকে মেয়ে পক্ষরা কালিমা পড়িয়া মুসলমান বলে বানিয়েছে (জনা সূত্রের জানতে পারলাম) এবং পরবর্তীতে ওই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে।
