মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অবহেলার পর আইআইইআরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি

দীর্ঘ ৪৫ বছরের অবহেলার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধিভুক্ত ইসলামিক ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইইআর)-এ শিক্ষক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ শিক্ষা ও গবেষণা কেন্দ্রে রূপান্তর করার অংশ হিসেবেই এ নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আইআইইআরের ইসলামিক স্টাডিজ বিভাগে একজন সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগে একজন প্রভাষক এবং একজন অফিস সহায়ক নেওয়া হবে। যোগ্য প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে হবে।

বর্তমান পরিচালক ড. মোস্তাফিজুর রহমান জানান, “গবেষণার ধারাবাহিকতা ফিরিয়ে আনতে ইতোমধ্যে নতুন সম্পাদকীয় বোর্ড গঠন করা হয়েছে এবং ১৭ বছর ধরে বন্ধ থাকা ইসলামী গবেষণা নিবন্ধ প্রকাশনা আবার শুরু হয়েছে। এ ছাড়া এবারই প্রথম বাংলা, আরবি ও ইংরেজি—এই তিন ভাষায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যাতে দেশি-বিদেশি গবেষকরা প্রবন্ধ জমা দিতে পারেন।”

তিনি আরও বলেন, “ড. সাইফুল ইসলাম নূরির অপ্রকাশিত দুটি সংখ্যার জন্য পাণ্ডুলিপি সংগ্রহ চলছে। একই সঙ্গে অবকাঠামোগত উন্নয়নে সিসি ক্যামেরা, লাইটিং, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। গবেষণা কার্যক্রম জোরদারে ইতোমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।”

শিক্ষক নিয়োগ প্রসঙ্গে পরিচালক জানান, প্রাথমিকভাবে দুজন শিক্ষক নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন মিললে আরও যোগ্য শিক্ষক ও গবেষক নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, ১৯৮০ সালে আইআইইআরের কার্যক্রম শুরু হয়। এবং ১৯৮২ সালে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

হিজাব পরে ছবি আপলোড করায় বাজে মন্তব্যের শিকার হলেন প্রভা দিলেন জবাব

চিংড়ি চাষ আধুনিকীকরণ ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে’

জাতিসংঘের নীতিমালা আজ ‘অবরুদ্ধ’: আন্তোনিও গুতেরেস

আমীরে জামায়াতের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ট্রাকভর্তি ৩৯০ বস্তা অবৈধ সার জব্দ

সুদানের পশ্চিমাঞ্চলীয় ভূমি ধ্বস

ডাকসু নেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন রাকিব

হাতি মারার ফাঁদ জব্দ, ২০টি ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ১০০০ পিস ইয়াবা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার।

চীনের সামরিক কুচকাওয়াজ যোগ দিবেন পুতিন,ও কিম জং উন