চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দপুরে জমিজমা সংক্রান্ত বি’রো’ধে চারজনকে এলোপাতাড়ি কু’পি’য়ে জ’খ’মে’র ঘটনা ঘটেছে। র’ক্তা’ক্ত অবস্থায় চার জনকে উ’দ্ধা’র করে চুয়াডাঙ্গা সদর হা’স’পা’তা’লে ভর্তি করা হয়। এদের মধ্যে জয়নাল চি’কি’ৎ’সা’ধী’ন অবস্থায় মৃ’ত্যু হয়েছে। বাকি তিন জনকে উন্নত চি’কি’ৎ’সা’র জন্য রাজশাহী বা ঢাকা মেডিকেল কলেজ হা’স’পা’তা’লে রেফার করেছেন চিকিৎসক।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোবিন্দপুর গ্রামে এ ঘটনা৷নি’হ’ত জয়নুর (৫০) গোবিন্দপুর গ্রামের মণ্ডলপাড়ার মৃ’ত: ঝড়ু মন্ডলের ছেলে।
আ’হ’ত তিন জন হলেন মৃত:
ঝড়ু মন্ডলের ছেলে খাজা মণ্ডল (৫৫), জাহির (৪৫) ও খাজা মণ্ডলের ছেলে দিপু (১৮)।
চুয়াডাঙ্গা সদর হা’স’পা’তা’লে’র জ’রু’রি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, চারজনের শরীরে ধা’রা’লো অ’স্ত্রে’র আ’ঘা’তে ক্ষ’ত হয়েছে৷ চিকিৎসাধীন অবস্থায় জয়নাল মা’রা যায়। আরও একজনের অবস্থা আ’শংকা’জ’ন’ক।
আ’হ’ত সবাইকে প্রাথমিক চি’কি’ৎ’সা শেষে উন্নত চি’কি’ৎ’সা’র জন্য ঢাকা কিংবা রাজশাহী মেডিকেল কলেজ হা’স’পা’তা’লে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে পেশকার নুরল ইসলামের সাথে মাসুম বিল্লাহ মন্টুদের সাথে জমি জমা নিয়ে বি’রো’ধ চলে আসছিল।যারা নি’হ’ত ও আ’হ’ত হয়েছে সবাই মন্টু গ্রুপের।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, জমাজমি নিয়ে মা’রা’মা’রি’র ঘটনা ঘটেছে বলে জেনেছি। কেউ মা’রা গেছে কিনা জানা নেই।
