খাগড়াছড়িতে তরুণীকে ছয় যুবক মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর আত্মহত্যার চেষ্টা করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে জেলা সদরের একটি এলাকায়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সবাই স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলের নেতা-কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। যদিও তারা দল ও অঙ্গ সংগঠনের কেউ নয় বলে দাবি করেছে বিএনপি।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বুধবার রাতে (১৬ জুলাই) ছয় জনের বিরুদ্ধে মামলার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সদরের একটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আরমান হোসেন, সদস্য ইমন হোসেন ও এনায়েত হোসেন এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। অপর দুই আসামি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনির ইসলাম ও ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সোহেল ইসলাম পলাতক রয়েছেন।